ডাঃ হারুন উর রশিদ
এমএস(অফথ), ডি.ও, এমবিবিএস (আইপিজিএমআর), এফজিও(ভারত)
কনসালটেন্ট- ফ্যাকো, ল্যাসিক ও গ্লকোমা সার্জারি

ডাঃ হারুন উর রশিদ বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে শহীদ সোহরাওয়ারদী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকায় কর্মরত। এছাড়াও তিনি ঢাকার গুলশানে অবস্থিত ল্যাসিক সাইট সেন্টার এবং উত্তরায় অবস্থিত ঢাকা আই কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক হিসেবে নিয়োজিত আছেন। চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ছাড়াও তিনি মুলত ফ্যাকো সার্জারী, ল্যাসিক সার্জারী, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ম্যাকুলার ডিজেনারেশন, গ্লকোমা, ল্যাক্রিমাল সার্জারি, প্যাডিয়াট্রিক এবং অকুলোপ্লাস্টিক অফথালমোলজিতে বিশেষভাবে পারদর্শী।
ডাঃ হারুন উর রশিদ ১৯৮৭ সালে আইপিজিএমআর (ঢাকা বিশ্ববিদ্যালয়) হতে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৯১ সালে ডিপ্লোমা (ডিও) এবং ১৯৯৬ সালে এমএস ডিগ্রি লাভ করেন। অন্যান্য আরও উচ্চতর ডিগ্রির পাশাপাশি তিনি ১৯৯৭ সালে ভারতের বেঙ্গালোর ওয়েস্ট লায়ন্স চক্ষু হাসপাতাল হতে জেনারেল অফথালমোলজিতে ফেলোশিপ ডিগ্রি লাভ করেন। এছাড়াও ভারতের চেন্নাইতে অবস্থিত আগারওয়াল আই হসপিটাল ও আই রিসার্চ সেন্টার হতে ফ্যাকো সার্জারি এবং হায়দেরাবাদে অবস্থিত এল ভি প্রাসাদ আই ইন্সটিটিউট হতে কন্টাক্ট লেন্সের ওপর বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।

সুন্দর পরিবেশে আন্তরিকতার সহিত দেশের জনগনের চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ডাঃ হারুন উর রশিদ উত্তরায় অবস্থিত ঢাকা আই কেয়ার হাসপাতালে মেডিকেল ডাইরেক্টর ও চীফ কনসালটেন্ট হিসেবে যোগ দেন। সঠিক রোগ নির্ণয় ও নিপুণ দক্ষতার সহিত চিকিৎসা সম্পন্ন করার লক্ষ্যে তিনি সর্বদা যুগোপযোগী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারির একজন ফ্যাকো সার্জন। ল্যাসিক চিকিৎসায় তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তিনি দেশে বিশ্ব বিখ্যাত ওয়েভলাইট প্রযুক্তি ব্যবহারকারি প্রথম সারির কয়েকজন সার্জনদের মাঝে অন্যতম। তাঁর আন্তরিক সেবা ও দক্ষতার ফলে দেশ-বিদেশের অসংখ্য রোগী প্রতিনিয়ত তাঁর চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

গবেষণাধর্মী কার্যক্রম ডাঃ হারুন উর রশিদের একটি প্রধান বিষয়। তাঁর লেখা উল্লেখযোগ্য সংখ্যক আর্টিকেল দেশ-বিদেশের বিভিন্ন চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং তিনি বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। একজন প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ হিসেবে ইতিমধ্যে ডাঃ হারুন উর রশিদ দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে বিপুলভাবে সমাদৃত হয়েছেন এবং একজন নিয়মিত বক্তা হিসেবে বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাৎকার প্রচারিত হয়ে থাকে যার মধ্যে বৈশাখী টিভি, আর.টিভি, এস.এ টিভি, ই.টিভি অন্যতম।

প্রফেশনাল মেম্বারশিপঃ
আজীবন সদস্য- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন
আজীবন সদস্য- অফথালমোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ।
আজীবন সদস্য- বাংলাদেশ একাডেমী অফ অফথালমোলজি
আজীবন সদস্য- অল ইন্ডিয়া অফথালমোজিক্যাল সোসাইটি, ভারত।
আজীবন সদস্য- ইন্ট্রাওকুলার ইমপ্ল্যান্ট সোসাইটি, ভারত।
আজীবন সদস্য- কর্ণাটক অফথালমোজিক্যাল সোসাইটি, ভারত।

চেম্বারঃ
ঢাকা আই কেয়ার হাসপাতাল
৩২ রবীন্দ্র সরনী, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ফোনঃ +৮৮০২-৭৯১৪৪০৯, ৭৯১৩৯৭৫,
মোবাইলঃ ০১৭১৬-৮৪৫৯৭৪, ০১৭১৬-৮৪৫৯১৭
ই-মেইলঃ info@dhakaeyecarehospital.org