ডাঃ রশিদুল হায়দার
ডি.ও (লন্ডন) এম.আর.সি অফথ (লন্ডন)
চক্ষু বিশেষজ্ঞ ও ল্যাসিক সার্জন

ডাঃ রশিদুল হায়দার বাংলাদেশে ল্যাসিক চিকিৎসার প্রবর্তক, তাঁর হাত ধরেই ২০০১ সালে বাংলাদেশে প্রথম ল্যাসিকের সূচনা হয়। বিগত ১৪ বছরে তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক চোখে সফলতার সাথে ল্যাসিক সার্জারি সম্পন্ন করেছেন। তিনি ঢাকার গুলশানে অবস্থিত দেশের সর্বাধুনিক ল্যাসিক সেন্টার-- ল্যাসিক সাইট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ কনসালটেন্ট ল্যাসিক সার্জন হিসেবে কর্মরত।

ডাঃ রশিদুল হায়দার লন্ডনের রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্স ও সারজন্স হতে ১৯৬৯ সালে ডিপ্লোমা (ডি.ও) এবং রয়েল কলেজ অফ অফথালমোলজি হতে ১৯৭৪ সালে এম.আর.সি অফথ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে লন্ডনের বিশ্ববিখ্যাত Manchester Eye Hospital এবং Moorfields Eye Hospitalএ তিন বছর উচ্চতর প্রশিক্ষণের পর আরও সাত বছর লন্ডনের অন্যান্য হাসপাতালে কাজ করেন। ল্যাসিক ছাড়াও তিনি চোখের অন্যান্য সার্জারি করে থাকলেও বর্তমানে ল্যাসিক সার্জারীই তাঁর প্রধান ও অন্যতম কর্মক্ষেত্র।

লন্ডনের দীর্ঘ কর্মজীবনের পর তিনি লিবিয়া, মালটা এবং কুয়েতের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ আরও দশ বছর কনসালটেন্ট পদে কাজ করার পর ১৯৯৩ সালে স্থায়ীভাবে দেশে ফিরে আসেন।

লিখালিখি এবং চক্ষু সচেতনতার প্রচারে ডাঃ রশিদ হায়দারের বিশেষ ঝোঁক রয়েছে আর তাই চক্ষু বিষয়ক বাংলায় লেখা এ পর্যন্ত তাঁর লেখা দুটি বই বেরিয়েছে যথাক্রমে “চোখ পরিচর্যা” এবং “চশমা থেকে ল্যাসিক”। এরমধ্যে “চোখ পরিচর্যা” বইটি বাংলা একাডেমী হতে প্রকাশিত হয়েছে। উপরোক্ত প্রকাশনা ছাড়াও ডাঃ রশিদুল হায়দার দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও চিকিৎসা সাময়িকীর একজন নিয়মিত লেখক।

১৯৯৬ থেকে ১৯৯৮ এই তিন বছরে ডাঃ রশিদুল হায়দার বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) চক্ষু সচেতনতা ও চিকিৎসা বিষয়ক ১৮ পর্বের একটি ধারাবাহিক অনুষ্ঠান “আপনার চোখ” উপস্থাপনা করেন। জনপ্রিয়তার কারনে পরবর্তীতে ঐ অনুষ্ঠান আরও চারবার পুনঃপ্রচার করা হয়। বর্তমানে তিনি দেশের বিভিন্ন টিভি চ্যানেলের চিকিৎসা বিষয়ক অনুষ্ঠানের একজন বক্তা হিসেবে নিয়মিত অংশগ্রহন করে থাকেন।

একজন নিবেদিত প্রাণ রোটারিয়ান হিসেবে ডাঃ রশিদুল হায়দার চার বছর মেয়াদী দুটি প্রকল্প সম্পন্ন করেছেন যার একটি হল “গণ চক্ষু সচেতনতা প্রকল্প” আর অন্যটি হল “শিশুদের স্কুলে বাধ্যতামূলক দৃষ্টি পরীক্ষা প্রকল্প”। আর এ লক্ষ্যে তিনি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সমাজ উন্নয়নমূলক সংস্থা আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়েছেন। তিনি রোটারি ক্লাব অফ ঢাকার (৩২৮০) চক্ষু পরিচর্যা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। ডাঃ রশিদুল হায়দার একজন Paul Harris Fellow এবং ২০০৪-২০০৫ সালে Centennial President of Rotary Club of Dhaka New City ছিলেন।

প্রফেশনাল মেম্বারশিপঃ
আজীবন সদস্য--- অল ইন্ডিয়া অফথালমোজিক্যাল সোসাইটি, ইন্ডিয়া।
আজীবন সদস্য--- অফথালমোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ।
আজীবন সদস্য--- বাংলাদেশ একাডেমী অফ অফথালমোজি।

চেম্বারঃ
ল্যাসিক সাইট সেন্টার লিঃ
বাড়ি- ১৭, রোড-১০৯, গুলশান-২, ঢাকা-১২১২
ফোনঃ +৮৮০২-৯৮৫৯৩২২, ০১৭২০-৫৬৬৪৭৪, ০১৬১০-৫৬৬৪৭৪
ই-মেইলঃ rashid.hyder@gmail.com

ক্লিনিক টাইমঃ শনি হতে বৃহস্পতি সকাল ১০.০০টা হতে দুপুর ১.৩০টা।