
ডাঃ সৈয়দ এ হাসান
এমবিবিএস, ডি.ও(ঢাবি), এফসিএএস(ভারত) এফআইসিও (জাপান)কনসালটেন্ট-- কর্নিয়া,ফ্যাকো ও ল্যাসিক সার্জারি
ডাঃ সৈয়দ এ হাসান বাংলাদেশে অত্যাধুনিক কর্নিয়া চিকিৎসায় প্রথম সারির একজন চক্ষু চিকিৎসক। বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট ও পরিচালক হিসেবে ঢাকার গুলশানে অবস্থিত ল্যাসিক সাইট সেন্টার এবং ধানমন্ডিতে অবস্থিত হারুন আই হাসপাতালে কর্মরত। হারুন আই হাসপাতালে যোগদানের পূর্বে তিনি সন্ধানী চক্ষু হাসপাতাল ও সন্ধানী ইন্টারন্যাশনাল আই ব্যাংকে এবং এম এ ইস্পাহানী ইন্সটিটিউট অফ অফথালমোলজি এন্ড ইসলামিয়া আই হাসপাতালের কর্নিয়া বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনিই প্রথম ইসলামিয়া আই হাসপাতালে কর্নিয়া বিভাগের কার্যক্রম শুরু করেন এবং মেনটর হিসেবে দীর্ঘমেয়াদী কর্নিয়া ফেলোশিপ প্রোগ্রাম চালু করেন
ডাঃ সৈয়দ এ হাসান ১৯৮৬ সালে সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতাল হতে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৯১ সালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল (এনআইও) হতে ডিপ্লোমা (ডিও) এবং ১৯৯৪ সালে ভারতের হায়দেরাবাদে অবস্থিত এল ভি প্রাসাদ আই ইন্সটিটিউট হতে কর্নিয়া এন্ড এন্টেরিয়র সেগমেন্ট বিষয়ে ফেলোশিপ অর্জন করেন। তিনি রিফ্রাক্টিভ সার্জারির ওপর জাপানের ক্লিনিক্যাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি, এল ভি প্রাসাদ আই ইন্সটিটিউট এবং দেরাদুন হতে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। দেশের প্রথম সারির কয়েকজন ফ্যাকো ও ল্যাসিক সার্জনের মধ্যে তিনি অন্যতম। ডাঃ সৈয়দ এ হাসান ইতিমধ্যে সহস্রাধিক চোখে সফলতার সহিত কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করেছেন এবং তিনি Three Plane Incision Penetrating Keratoplasty সার্জারির আবিষ্কারক। তিনি আমেরিকান ডোনার কর্নিয়ার বাংলাদেশে একজন প্রধান ব্যবহারকারী।
দেশ বিদেশের বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার ও কনফারেন্সে (অফথালমোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, ওয়ার্ল্ড কর্নিয়া কংগ্রেস, ওয়ার্ল্ড অফথালমোজি কংগ্রেস এবং ইওরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারেক্ট এন্ড রিফ্রাক্টিভ সার্জন্স) ডাঃ সৈয়দ এ হাসানের অসংখ্য গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ সোসাইটি ফর কর্নিয়া এন্ড রিফ্রাক্টিভ সার্জন্স এর সভাপতি এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে জড়িত।
চেম্বারঃ
হারুন আই হসপিটাল
বারি-১২/এ (নতুন), রোড-০৫
মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা।
ফোনঃ +৮৮০২-৯৬৬৪২১৭,
মোবাইলঃ ০১৭৩২৬৪৫৫১৬, ০১৯১২০১১২৩৮, ০১৭১১-৫৪৪৯৪৮
দেশ বিদেশের বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার ও কনফারেন্সে (অফথালমোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, ওয়ার্ল্ড কর্নিয়া কংগ্রেস, ওয়ার্ল্ড অফথালমোজি কংগ্রেস এবং ইওরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারেক্ট এন্ড রিফ্রাক্টিভ সার্জন্স) ডাঃ সৈয়দ এ হাসানের অসংখ্য গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ সোসাইটি ফর কর্নিয়া এন্ড রিফ্রাক্টিভ সার্জন্স এর সভাপতি এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে জড়িত।
চেম্বারঃ
হারুন আই হসপিটাল
বারি-১২/এ (নতুন), রোড-০৫
মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা।
ফোনঃ +৮৮০২-৯৬৬৪২১৭,
মোবাইলঃ ০১৭৩২৬৪৫৫১৬, ০১৯১২০১১২৩৮, ০১৭১১-৫৪৪৯৪৮

