
অধ্যাপক জাফর খালেদ
এমবিবিএস, এফসিপিএসকনসালটেন্ট, ফ্যাকো ও ল্যাসিক সার্জারী
অধ্যাপক জাফর খালেদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল, শাহবাগ, ঢাকার চক্ষু বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি ঢাকায় অবস্থিত বাংলাদেশ আই হসপিটাল ও ল্যাসিক সাইট সেন্টারে কনসালটেন্ট আই সার্জন হিসেবে কর্মরত। চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ছাড়াও তিনি মুলত ফ্যাকো সার্জারী, ল্যাসিক সার্জারী, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লকোমা রোগের চিকিৎসায় বিশেষভাবে পারদর্শী।
অধ্যাপক জাফর খালেদ ১৯৮৫ সালে সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সারজন্স থেকে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। অধ্যাপক পদে বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে বিভিন্ন পদে দীর্ঘ প্রায় ২৮ বছর যাবত কর্মরত ছিলেন। একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে প্রতিবছর তিনি সহস্রাধিক চোখে সার্জারী করে থাকেন যার মধ্যে ফ্যাকো সার্জারী অন্যতম।
অধ্যাপক জাফর খালেদের লেখা উল্লেখযোগ্য সংখ্যক আর্টিকেল দেশ-বিদেশের বিভিন্ন চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত হয়েছে আর সেরা সায়েন্টিফিক পেপারের জন্য ১৯৯৫ সালে অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে স্বর্ণপদক প্রদান করা হয়। চোখের চিকিৎসা এবং সার্জারিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর তিনি দীর্ঘদিন সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশ ও বিদেশের বিভিন্ন দেশের অফথালমোলজিক্যাল সোসাইটির বার্ষিক সভা ও সেমিনারে তিনি নিয়মিত অংশগ্রহন করে থাকেন যার মধ্যে উল্লেখযোগ্য হল অফথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, বাংলাদেশ একাডেমী অফ অফথালমোলজি, আমেরিকান একাডেমী অফ অফথালমোলজি, ইওরোপিয়ান সোসাইটি অফ অফথালমোলজি এবং এশিয়া প্যাসিফিক একাডেমী অফ অফথালমোলজি।
প্রফেশনাল মেম্বারশিপঃ
• অফথালমোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ।
• আমেরিকান একাডেমী অফ অফথালমোলজি
• ইওরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারেক্ট এন্ড রিফ্রাক্টিভ সার্জারি।
চেম্বারঃ
ল্যাসিক সাইট সেন্টার লিঃ
বাড়ি- ১৭, রোড-১০৯, গুলশান-২, ঢাকা-১২১২
ফোনঃ +৮৮০২-৯৮৫৯৩২২, ০১৭২০-৫৬৬৪৭৪, ০১৬১০-৫৬৬৪৭৪
ই-মেইলঃ zafarkhaled01@yahoo.com
ক্লিনিক টাইমঃ শনি হতে বৃহস্পতি সন্ধ্যা ০৬.০০টা হতে রাত ৯.০০টা।
প্রফেশনাল মেম্বারশিপঃ
• অফথালমোজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ।
• আমেরিকান একাডেমী অফ অফথালমোলজি
• ইওরোপিয়ান সোসাইটি অফ ক্যাটারেক্ট এন্ড রিফ্রাক্টিভ সার্জারি।
চেম্বারঃ
ল্যাসিক সাইট সেন্টার লিঃ
বাড়ি- ১৭, রোড-১০৯, গুলশান-২, ঢাকা-১২১২
ফোনঃ +৮৮০২-৯৮৫৯৩২২, ০১৭২০-৫৬৬৪৭৪, ০১৬১০-৫৬৬৪৭৪
ই-মেইলঃ zafarkhaled01@yahoo.com
ক্লিনিক টাইমঃ শনি হতে বৃহস্পতি সন্ধ্যা ০৬.০০টা হতে রাত ৯.০০টা।

