আমরা ইতিমধ্যে জেনেছি ল্যাসিক অপারেশনে লেজার রশ্মি প্রয়োগের পূর্বে চোখের কর্নিয়াতে ১৪০ বা ১২০ মাইক্রন গভীরতার একটি ফ্ল্যাপ বা আবরণ তৈরি করা হয় । আর যে প্রযুক্তি বা মেশিনের সাহায্যে এই ফ্ল্যাপ বা আবরণ তৈরি করা হয় তাকে বলা হয় মাইক্রোকেরাটম । ল্যাসিক সাইট সেন্টারে ব্যবহৃত মাইক্রোকেরাটমটি সুইজারল্যান্ডের তৈরী AMADEUS –II । এই মাইক্রোকেরাটমটি বিগত ১০ বছর যাবত সারা বিশ্বে ব্যবহৃত হয়ে আসছে । বিশ্বব্যাপী শত শত সার্জন এ পর্যন্ত ১০ লক্ষেরও অধিক চোখে এই মেশিনের সাহায্যে ল্যাসিক সার্জারি সম্পন্ন করেছেন । AMADEUS –II এ রয়েছে মাল্টিপারপাস প্ল্যাটফর্ম যার ফলে traditional LASIK, Epi-LASIK, Anterior ও Posterior Lamellar Keratoplasty করা যায়।
AMADEUS –IIএর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরুপঃ
AMADEUS –IIএর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরুপঃ
- The only “three-in-one” Microkeratome: Lasik, Epi-Lasik, Lamellar Keratoplasty (same Control Unit, same Motor Unit, same Suction Unit)
- Fully assembled before placement on eye
- Linear movement, torsion-free
- Drive elements fully enclosed, safe from lids and lashes
- One-handed hand piece design
- Voice confirmation, acoustic signals and visual display on the screen
- Integrated blade loading system
- Vacuum level displayed on screen
- Touch screen control
- Superior Hinge and Nasal Hinge
- Interior Suction channel
- Automated function testing
- Fully controlled and save procedure: All parameters are controlled during flap cutting (Vacuum, Oscillation, Advance Speed)
- Two Motors System: One for oscillation, one for advance movement

