
ওয়েভলাইট অকুলাইজার-২
শারীরিক যে কোন সমস্যার সফল চিকিৎসার মূল সোপান হল সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়। তেমনি আমাদের শরীরের অত্যন্ত স্পর্শকাতর অঙ্গ চোখের চিকিৎসায় চাই সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তি। তাই বর্তমান সময়ে ল্যাসিকের পূর্বে সঠিক ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষায় WaveLight® Oculyzer™ II এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে যা একজন সার্জনকে অপারেশনের পূর্বে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আশানুরূপ ফলাফল পেতে সহায়ক ভুমিকা পালন করে।WaveLight® Oculyzer™ II মেশিন অত্যাধুনিক Pentacam HR technology দ্বারা পরিচালিত, যা কোন প্রকার স্পর্শ ছাড়াই চোখের কর্নিয়ার সামনের ও পেছনের বিভিন্ন অংশের নির্ভুল পরিমাপ ও তুলনামূলক পার্থক্য ত্রি-মাত্রিক রিপোর্ট আকারে প্রদান করে থাকে। এই প্রযুক্তির বিশেষ একটি দিক হল এটি ঘূর্ণায়মান Scheimpflug ক্যামেরার সাহায্য আমাদের চোখের সামনে কর্নিয়ার মাত্র ১০মি.মি জায়গার ২৫০০০ পয়েন্টের ৫০টি হাই রেজুলেশন ডাটা কয়েক সেকেন্ডের মধ্য নিখুঁতভাবে নিতে সক্ষম।

ওয়েভলাইট এল্লেগ্রোটোপলাইজার
ALLEGRO Topolyzer আমাদের চোখের কর্নিয়ার উপরিভাগের ম্যাপ এবং বক্রতা নির্ণয়ে ব্যবহৃত হয়ে থাকে যা ল্যাসিকের পূর্বে অত্যাবশ্যকীয় পরীক্ষাগুলোর মধ্যে একটি। এর কেরাটোমিটার এবং অটোমেটিক মেজারিং রিলিজ কর্নিয়ার মাঝের ও আশেপাশের ২২০০০ পয়েন্টের হাই রেজুলেশন ডাটা প্রদান করে থাকে। ALLEGRO Topolyzer এক্সাইমার লেজার মেশিনের সাথে পারফেক্ট সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে কাজ করতে সক্ষম যার ফলে ঐ রিপোর্টের ভিত্তিতে সার্জন প্রয়োজন অনুসারে নিজের মত করে রোগীর কর্নিয়ার চিকিৎসা করতে পারেন।

