ল্যাসিক সাইট সেন্টার ২০০৭ সালে যাত্রা শুরু করে এবং দীর্ঘ ১২ বছরের পথপরিক্রমায় লেজার চক্ষু চিকিতসাক্ষেত্রে এটি বাংলাদেশে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অভিজ্ঞ সার্জন, সর্বাধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে আশানুরূপ ফলাফল নিশ্চিত করনে আমরা সর্বদা সচেষ্ট।

ঢাকার গুলশানে অবস্থিত ল্যাসিক সাইট সেন্টারে রয়েছে বিশ্বের সর্বাধুনিক লেজার প্রযুক্তি VISUMAX ও MEL 90 যা আমেরিকার FDA কতৃক অনুমোদিত। এছাড়াও অত্যাধুনিক অকুলাইজার, টোপোলাইজার সমৃদ্ধ পুরনাঙ্গ প্রি-ল্যাসিক টেস্ট আমাদের চিকিৎসা সেবাকে করেছে নিরাপদ ও নির্ভরযোগ্য।
পরিচালনা পর্ষদ
ল্যাসিক সাইট সেন্টার একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যা দেশের শীর্ষস্থানীয় ক’জন চক্ষু বিশেষজ্ঞ সার্জন ও স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত পরিচালক মণ্ডলীর তত্ত্বাবধানে পরিচলিত।
ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী
চেয়ারম্যান
এমবিবিএস, এফসিপিএস
কনসালটেন্ট, ফ্যাকো ও মাইক্রো সার্জারী
বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিঃ
ধানমন্ডি, ঢাকা
ডাঃ নিয়াজ আব্দুর-রহমান
পরিচালক
এমবিবিএস,ডি.ও, এমপিএইচ (আমারিকা)
ফেলো রেটিনা-ভিট্রিয়াস (কানাডা)
কনসালটেন্ট সার্জন ভিট্রিও-রেটিনা
বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিঃ
ধানমন্ডি, ঢাকা
ডাঃ রশিদুল হায়দার
পরিচালক
ডি.ও (লন্ডন) এম.আর.সি অফথ (লন্ডন)
কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ
ল্যাসিক স্পেশালিষ্ট
ল্যাসিক সাইট সেন্টার লিঃ
ডাঃ সৈয়দ এ. হাসান
পরিচালক
এমবিবিএস, ডি.ও(ঢাবি), এফসিএএস(ভারত) এফআইসিও (জাপান)
কনসালটেন্ট-- কর্নিয়া,ফ্যাকো ও ল্যাসিক সার্জারি
হারুন আই হসপিটাল
ধানমন্ডি, ঢাকা

অধ্যাপক জাফর খালেদ
ব্যাবস্থাপনা পরিচালক
এমবিবিএস, এফসিপিএস
কনসালটেন্ট, ফ্যাকো ও রিফ্র্যাক্টিভ সার্জারী
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু বিভাগ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
ঢাকা।
মিসেস নাসরিন হেদায়েত
পরিচালক
এম.এসসি (মেডিকেল ফিজিওলজি)
আই.পি.জি।এম.আর
পরিচালক
ঢাকা আই কেয়ার হসপিটাল
উত্তরা, ঢাকা।
বাংলাদেশ আই হসপিটাল এন্ড ইন্সটিটিউট লিঃ
পরিচালক
ধানমন্ডি, ঢাকা

আমাদের লক্ষ্য

সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সর্বোচ্চ সেবা ও গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় রিফ্র্যাক্টিভ লেজার সার্জারি সেন্টার হিসেবে নিজেদের গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।

আমাদের কার্যপ্রক্রিয়া
  • রিফ্র্যাক্টিভ সার্জারি সুসম্পন্ন করতে প্রয়োজনীয় সর্বাধুনিক জ্ঞান, দক্ষতা ও মানসিকতা অর্জনে আমাদের চক্ষু চিকিৎসকদের উদ্বুদ্ধ করা
  • চোখের যাবতীয় সমস্যা এবং এক্ষেত্রে রিফ্র্যাক্টিভ সার্জারির উপযোগিতা সম্পর্কে দেশের মানুষকে সচেতন করা
  • রিফ্র্যাক্টিভ সার্জারিরক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত গবেষণা এবং রোগীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা

আমাদের মূল্যবোধ

বিশ্বস্ততা

রোগীর সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে বিশ্বস্ততা অর্জন করা।

সেবা

যথাযোগ্য সম্মান ও আন্তরিকতার সহিত সেবা প্রদান করা

গুণগত মান

গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে রোগীর সন্তুষ্টি অর্জন।

অঙ্গীকারবদ্ধতা

সমস্টিগতভাবে সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।

পেশাদারিত্ব

প্রতিনিয়ত উন্নত মূল্যবোধ ও পেশাদারিত্বের মানোন্নয়ন করা।