1সার্জারির সময় কি ব্যাথা হয় বা সার্জারির পর চোখ লাল হওয়ার সমস্যা হতে পারে?
না, SMILE সার্জারি ব্যাথা লাগে না এবং অপারেশনের পর চোখ লাল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

2এই অপারেশন করতে কতক্ষণ সময় লাগে?
লেজার প্রক্রিয়ার অংশটুকু শেষ হতে ৩০ থেকে ৬০ সেকেণ্ড সময় লাগে আর সম্পূর্ণ অপারেশনটি সম্পন্ন করতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগে।

3কতদিন পর স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়া যায়?
SMILE সার্জারির পর একদিনের মধ্যেই স্বাভাবিক কর্মজীবনে ফেরা সম্ভব।

এটা সম্ভব কারণ, এই সার্জারিতে কোন কাটা-ছেঁড়া বা ফ্ল্যাপ তৈরির ঝামেলা নেই। যে ছোট্ট প্রক্রিয়ায় সার্জারি করা হয় তা সারতে খুবই কম সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রে দুই-একদিনের মধ্যেই দৃষ্টি পরিষ্কার হয়ে যায় এবং সপ্তাহখানেকের মধ্যে রোগী পুরোপুরি স্বাভাবিক দৃষ্টি শক্তি ফিরে পায়। সাধারণত অপারেশনের এক সপ্তাহ পর থেকেই গাড়ি চালানো ও খেলাধুলা শুরু করা যায়।
4SMILE পদ্ধতি কতটা নিরাপদ?
SMILE চোখের চিকিৎসায় খুবই কোমল এবং নমনীয় একটি পদ্ধতি যা অত্যন্ত নিরাপদ
  • কারন এখানে চোখের উপরিভাগে কোন কাটা বা ফ্ল্যাপ তৈরি করা হয় না
  • যে ছোট ছিদ্র এর মাধ্যমে লেন্টিকিউল অপসারণ করা হয় তা খুব দ্রুত সাধারণত এক বা দুই দিনের মধ্যেই সেরে ওঠে
  • ReLEx SMILE সার্জারিতে কর্নিয়া দৃঢ়তা অক্ষুন্ন ও অটুট থাকে যার ফলে দীর্ঘস্থায়ীব্যবস্থা হিসেবে এটি প্রচলিত ল্যাসিক ও ফেমটো ল্যাসিকের তুলনায় অনেক বেশী নিরাপদ।
  • কর্নিয়ায় যে ছিদ্রের মাধ্যমে লেন্টিকিউলটি বের করা হয় তা প্রচলিত ল্যাসিকের ফ্ল্যাপের চেয়ে ৮০% ছোট হয়


5অন্যান্য পদ্ধতি গুলো যখন সফল্ভাবে ব্যবহৃত হচ্ছে সেখানে ReLEx SMILE সার্জারির প্রয়োজনীয়তা কি?
ReLEx SMILE সার্জারি হলো ফ্ল্যাপবিহীন, যার অর্থ হলোঃ
জটিলতামুক্ত
কর্নিয়ার দূর্বলতা ত্রুটিমুক্ত
চোখের শুষ্ক হওয়ার হার কম
কোন নার্ভ কাটা পরে না
ভাল দৃষ্টি প্রয়োজন এমনসব খেলাধুলায় জড়িত রোগীদের ফ্ল্যাপ সড়ে যাওয়ার কোন ঝুঁকি থাকে না।
দীর্ঘস্থায়ীব্যবস্থা হিবে অধিক কার্যকারি এবং ভবিষ্যতে পাওয়ার ফিরে আসার সম্ভাবনাও থাকে কম।
6ReLEx SMILE লেজার চিকিৎসার জন্য কোন নির্ধারিত বয়সসীমা আছে কি?
আঠারো বছরের উর্ধে যে কেউ এই সার্জারি করাতে পারেন অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার নিশ্চিত করার পর।
7আমি কি এ সার্জারির জন্য যোগ্য?
প্রচলিত ল্যাসিকের জন্য যোগ্য যে কোন রোগীই ReLEx SMILE সার্জারি করাতে পারেন।আর এজন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেয়া জরুরী।
8একই সাথে কি দুই চোখের সার্জারি করানো সম্ভব?
হ্যাঁ, বেশিরভাগক্ষেত্রেই দু’চোখে একই দিনে সার্জারি করা হয় তবে কেউ চাইলে ভিন্ন ভিন্ন দিনে আলাদাভাবে দু’চোখে অপারেশন করাতে পারেন।
9সার্জারি চলাকালীন সময় কি রোগীকে অজ্ঞান করা হয়?
না, সার্জারি চলাকালীন সময়ে রোগীকে অজ্ঞান করা হয় না, শুধুমাত্র চোখে ব্যাথানাশক আইড্রপ দিয়ে চোখ সাময়িকভাবে অবশ করে অপারেশন করা হয় কিন্তু রোগী সব কিছু বুঝতে পারলেও কোন রকম ব্যাথা অনুভব করেন না।
10SMILE কি সম্পূর্ণ ত্রুটিমুক্ত?
এটি শুধুমাত্র সম্পূর্ণ ত্রুটিমুক্তই নয় অত্যন্ত নির্ভরযোগ্য। এই পদ্ধতিতে চোখের টিস্যু কোন ভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। ল্যাসিক এর চেয়ে SMILE সার্জারির ফলাফল অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য ।
11সার্জারিতে সফলতার হার কতো?
আজ পর্যন্ত কোন SMILE করা কোনও রোগীর দ্বিতীয়বার অপারেশনের প্রয়োজন হয় নি। এছাড়াও চোখের স্থায়ী শুষ্কতাজনিত সমস্যা, রাতে দৃষ্টির মান সংক্রান্ত কোনও সমস্যা আমারা পাইনি আর এর মূল কারন অপারেশন পূর্ব সুক্ষাতিসুক্ষ পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণ।
12সার্জারির পর কি রোগীকে কোন অন্ধকার কক্ষে বসে থাকতে হয়?
না, এর কোন প্রয়োজন নেই। ঘরের স্বাভাবিক আলোই যথেষ্ট। সার্জারীর পর পর আপনি কিছুটা আলোক সংবেদনশীল হতে পারেন এবং সরাসরি আলোর দিকে তাকাতে প্রথম প্রথম সমস্যা হতে পারে এজন্য এই সময়টা বাসায় ফিরে কয়েক ঘন্টা ঘুমানো ভাল। যখনই রোগী আরাম অনুভব করবেন তখন থেকেই দৈনন্দিন কাজকর্ম, পড়ালেখা ও টিভি দেখার মতো কাজগুলো করতে পারবেন। তাছাড়া বাইরে ক’দিন সানগ্লাস ব্যবহার করা ভাল, কিন্তু বাসায় থাকলে তার প্রয়োজন নেই।
13লেজার সার্জারির পর পরবর্তীতে পড়ার জন্য কি রিডিং গ্লাস প্রয়োজন আছে?
প্রকৃতিগত নিয়মে প্রত্যেক মানুষই বয়স বাড়ার সাথে সাথে কাছের জিনিস পরিষ্কার দেখার ক্ষমতা হারাতে থাকে, এটা স্বাভাবিক, কোনো অসুখ নয়। এর কারন, চোখের ভিতরের লেন্সের স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করার ক্ষমতা হ্রাস পাওয়া। আর এই সমস্যাকে বলা হয় প্রেসবায়োপিয়া। চল্লিশোর্ধ প্রত্যেকেরই নিকটে দেখার জন্য চশমার প্রয়োজন হয়, সেটা লেজার সার্জারি করা হোক আর নাই হোক, কিন্তু দূরের জিনিস দেখার ক্ষমতা অপরিবর্তিতই থাকে।