MEL-90- আগামী প্রজন্মের এক্সাইমার লেজার প্রযুক্তি।
জার্মানির Carl Zeiss সর্বপ্রথম ১৯৮৬ সাল রিফ্র্যাক্টিভ সার্জারিতে এক্সাইমার লেজার প্রযুক্তির ব্যবহার শুরু করে। আর সেই ধারাবাহিকতায় প্রযুক্তিগত উৎকর্ষের বিভিন্ন ধাপ পেড়িয়ে বর্তমানে আমারে পেয়েছি অত্যাধুনিক MEL-90 যাকে আগামী প্রজন্মের এক্সাইমার লেজার প্রযুক্তি হিসবে গণ্য করা হয়। MEL-90 শুধু বিশ্বের দ্রুততম এক্সাইমার লেজার প্রযুক্তিগুলোর মধ্যে একটিই নয় এর কিছু নতুন বৈশিষ্ট্যের কারনে লেজার সার্জারি পূর্বের তুলনায় হয়েছে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য।

MEL-90 এক্সাইমার লেজার একটি flying spot Gaussian Beam profile লেজার সিস্টেম এবং এতে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন আইট্রেকার। সর্বাধুনিক এই লেজার মেশিনে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি যেমন –FLEXIQUENCE, Triple-A এবং PRESBYONDএর মত ভিশন সফটওয়্যার আর টপোগ্রাফি দ্বারা পরিচালিত চিকিৎসার সুযোগ, আর এসবই শুধুমাত্র MEL-90 ওয়ার্কস্টেশনে করা সম্ভব।
FLEXIQUENCE - গতি পরিবর্তনযোগ্য লেজার সিস্টেম আঙ্গুলের স্পর্শে মুহূর্তেই FLEXIQUENCE ফাংশন একটিভ করা সম্ভব যা একজন সার্জনকে দেয় যে কোন মুহূর্তে ২৫০ হার্টজ ও ৫০০ হার্টজ পাওয়ারে লেজার সেটিং পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত পাওয়ার কারেকশনের স্বাধীনতা। বর্তমান প্রজন্মের এই মেশিনে FLEXIQUENCE সুইচ ফাংশন এবং আরও অত্যাধুনিক কিছু প্রযুক্তির সমন্বয়ের ফলে MEL-90আসলেই একটি কাস্টমাইজড পাওয়ার প্যাকেজ হিসেবে বিবেচিত।

৫০০ হার্টজ পাওয়ারের ফলে এই লেজার খুব স্বল্প সময়ে নিখুঁত ভাবে পাওয়ার কারেকশন করতে সক্ষম সম্ভব। দ্রুততম লেজারের ফলে কর্নিয়ার স্ট্রমাল ডিহাইড্রেশন, ফ্ল্যাপ সংকোচন, এক দৃস্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার যে অস্বস্তি বা এ জাতীয় কোনরকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না।
Triple-A -নিখুঁত পরিকল্পনা, অনুমেয় এবং কোমল

MEL-90 আরো একটি বিশেষ সুবিধা হল এর Triple-A (এডভান্সড এব্লেশন অ্যালগরিদম) প্রযুক্তি। এই সর্বাধুনিক অ্যালগরিদম অতি সূক্ষ ভাবে এসফেরিসিটি নিয়ন্ত্রণ করে এবং এটি পূর্বের তুলনায় অধিক কর্নিয়াল টিস্যূ সাশ্রয়ী। যাদের মাইনাস পাওয়ার বেশী এবং কর্নিয়ার পুরুতব একেবারে বর্ডারলাইনে তাদের জন্য এই Triple-A প্রযুক্তি বিশেষভাবে সহায়ক।

PRESBYOND
লেজার ব্লেণ্ডেড ভিশন - চক্ষু সেবার উৎকর্ষে যোগ করছে আরো একটি নতুন ধাপ

প্রেসবায়োপিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে MEL-90 সিস্টেম একটি প্রথম সারির প্ল্যাটফর্ম। PRESBYOND লেজার ব্লেণ্ডেড ভিশন মডিউল MEL-90’র একটি বাড়তি অপশন যা গতানুগতিক মনোভিশন লেজার কারেকশনের সীমাবদ্ধতাকে কাটিয়ে রোগীর চাহিদাপূরণে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

PRESBYOND লেজার ব্লেণ্ডেড ভিশন একটি স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। এটি রোগীর দুই চোখের কাছের ও দূরের দৃষ্টির মাঝে সমতা আনতে নিজস্ব মিশ্রণ তৈরি করে। একে বলা হয় ব্লেণ্ড জোন। এই প্রক্রিয়ার মাধ্যমে রোগী কাছের, দূরের এমনকি মাঝামাঝি দূরত্বের সব কিছুই পরিস্কার ভাবে রোগী দেখতে পান। PRESBYOND লেজার ব্লেণ্ডেড ভিশন, প্রচলিত মনোভিশনের চেয়ে আরো অনেক সহনীয়। অধিকাংশ রোগীর ক্ষেত্রেই অপারেশনের দিন থেকেই তাঁরা চশমা ছাড়া সবকিছু দেখতে বা পড়তে পারেন।

পরিপূর্ণ সন্তুস্টি
চিকিৎসায় সেবায় রোগীদের সন্তুষ্টি সর্বপ্রথম বিবেচ্য বিষয় এবং এটি নির্ভর করে নিরাপত্তা ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবার উপর আর এক্ষেত্রে জার্মানির MEL-90 মেশিনে অত্যাধুনিক সব প্রযুক্তি সমন্বয়ের ফলে এর যে কার্যক্ষমতা ক্ষমতা তা রোগীর সন্তুষ্টি ও স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম।

MEL-90 এর ফলাফল
আধুনিক রিফ্র্যাক্টিভ সার্জারিরক্ষেত্রে MEL-90 মেশিনের অত্যাধুনিক ফাংশনগুলো প্রত্যেক রোগীর স্বতন্ত্র চাহিদা পূরণে একটি অনুকূল ব্যবস্থার যোগান দেয় যা সার্জনদেরকে সর্বোচ্চ সফল পেতে সহায়তা করে।

MEL-90 এর পারিপার্শিক পরিবেশ
এই মাশিনের রয়েছে অত্যন্ত বুদ্ধিদীপ্ত Plume evacutaion system যা লেজার প্রয়োগকালীন সময় লেজারের গতির সাথে সার্বক্ষণিক একটি সামঞ্জস্য রক্ষা করে চলে এবং কর্নিয়ার উপর থেকে লেজারশটকৃত টিস্যুগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সড়িয়ে দিয়ে পরবর্তী লেজার শটের জন্য কর্নিয়াকে তৈরি রাখে যার ফলে কাঙ্খিত ফলাফল পেতে সহায়ক ভুমিকা পালন করে।

নিরাপদ আই ট্রেকিং সিস্টেম
এই মেশিনের রয়েছে অত্যন্ত দ্রুতগতির আই ট্রেকার যা লেজার চলাকালীন সময় সঠিকস্থানে লেজার প্রয়োগ নিশ্চিত করে। আরেকটি বিশেষ সুবিধা হল এই মেশিনে অপারেশনের পূর্বে খুব সহজেই এবং দ্রুত ক্যালিব্রেশন করা যা রোগীর অপেক্ষাসময় কমিয়ে দিতে সাহায্য করে।

রোগীর আরাম নিশ্চিত করে থাকে
সংক্ষিপ্ত চিকিৎসা প্রক্রিয়া ও নিরবচ্ছিন্ন কাজের গতি রোগীর সেবা গ্রহনের অভিজ্ঞতাকে আরও সন্তোষজনক করে। এই আরামদায়ক পদ্ধতি রোগীকে ভীতিমুক্ত রাখে, ফলে চোখও স্থির থাকে এবং কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব হয়।

MEL-90 সময়
৫০০হার্টজ গতির মেশিন হওয়াতে MEL-90 মেশিনে ১ পাওয়ার কারেকশন করতে সময় নেয় মাত্র ১.৩ সেকেণ্ড। এই মেশিনের স্বয়ংক্রিয় এবং বুদ্ধিদীপ্ত নির্দেশনা আর দ্রুত চিকিৎসা পরিকল্পনা অত্যন্ত সময় সাশ্রয়ী।

অত্যাধুনিক সিস্টেম নির্দেশনা
এই মেশিনের সহজ ও বুদ্ধিদীপ্ত গ্রাফিক্যাল নির্দেশনা দ্রুত চিকিৎসা সম্পন্ন করতে সহায়ক। এই মেশিনের টাচস্ক্রীনকে নিজের সুবিধা মতো যে কোন এডজাস্ট করা সম্ভব যাতে করে সার্জনের নিজের সুবিধা মতো আরামের সাথে সার্জারি সম্পন্ন করা যায়।

টাচস্ক্রীন বা কী-বোর্ড প্যানেল
বাড়তি সুবিধা হিসেবে এই মেশিনে টাচস্ক্রিন বা কী-বোর্ড প্যানেল এর যেকোনো মাধ্যমেই পছন্দমতো ডেটা এন্ট্রি দেয়া সম্ভব।
এই মেশিনের ক্যালিব্রেশন প্রক্রিয়া অতি সহজ যার ফলে খুব দ্রুত অপারেশনের জন্য মেশিন রেডি করা সম্ভব।
এই মেশিন অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উপর তেমন নিরভরশীল নয়। MEL-90 মেশিনের ব্যতিক্রমধর্মী বিম পাথের কারনে এতে কোন প্রকার ফ্ল্যাসিং গ্যাস এর প্রইয়োজন হয় না।