যাচাই করুন আপনি লেজার ভিশন কারেকশনের জন্য উপযুক্ত কিনাঃ

আমার চশমার পাওয়ার -১৪.০০র ওপরে না (দূরে দেখার জন্য) এবং +৬.০০র ওপরে না (কাছে দেখার জন্য) □ হ্যাঁ □ না
আমার বয়স ১৮ বছরের ওপরে □ হ্যাঁ □ না
আমার চশমার পাওয়ার বিগত ছয় মাসে আর বাড়েনি □ হ্যাঁ □ না
আমি চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরতে চাই না। □ হ্যাঁ □ না
আমার চোখে অন্য কোন অসুখ নেই। □ হ্যাঁ □ না
অন্তঃসত্ত্বা নয় (মহিলাদের জন্য) □ হ্যাঁ □ না


যদি উপরের সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি লেজার ভিশন কারেকশনের জন্য আসল প্রার্থী। যদি কোন প্রশ্নের উত্তর না হয় অথবা আপনি না জানেন তাহলে আপনাকে একজন চক্ষু বিশেষজ্ঞের (ল্যাসিক সার্জন) শরনাপন্ন হতে হবে আপনি লেজার ভিশন কারেকশনের জন্য উপযুক্ত কি না তা জানতে।

এছাড়াও নিম্নলিখিত বিষয়গুলো খুব জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ ল্যাসিক সিদ্ধান্তে, যা কেবল মাত্র একজন বিশেষজ্ঞ সার্জন জানাতে পারেনঃ

  • চোখের কর্নিয়া কতটুকু পুরু, যার ওপর পাওয়ার কারেকশন নির্ভর করে
  • চোখে পূর্বে কোন অসুখ ছিল কিনা বা এখন আছে কি না
  • চোখের মনির পরিমাপ ঠিক আছে কিনা
  • চোখে শুষ্কতাজনিত কোন সমস্য আছে কি না
  • কর্নিয়ার বিশেষ একপ্রকার জটিলতা যা কেরাটোকোনাস নামে পরিচিত তা আছে কিনা(যার জন্য ল্যাসিক করা যায় না)
  • পূর্বে চোখে দৃষ্টিত্রুটিজনিত কোন অপারেশন হয়েছে কি না