দৃষ্টিজনিত সমস্যার সমাধানে রিফ্র্যাক্টিভ লেজার সার্জারি বিশ্বব্যাপী একটি বহুল প্রচলিত পদ্ধতি যা বিগত ৩০ বছর যাবত সফলতার সাথে ব্যবহৃত হয়ে আসছে। দৈনন্দিন জীবনের অন্যান্যক্ষেত্রে যেমন বিজ্ঞানের প্রভুত উন্নিতর ছোঁয়া পরিলক্ষিত হয় তেমনি প্রতিনিয়ত নিত্যনতুন গবেষণার ফলস্বরূপ চক্ষু চিকিৎসাক্ষেত্রেও বিস্ময়কর ও অভুতপূর্ব উন্নতি সাধিত হয়েছে।
বর্তমান সময়ের VisuMax ফেমটসেকেন্ড লেজার চক্ষু চিকিৎসাক্ষেত্রে তেমনি এক বিস্ময়কর প্রযুক্তি যা অত্যন্ত নিরাপদ ও রোগী বান্ধব একটি ফেমটোসেকেন্ড লেজার প্রযুক্তি।
আধুনিক লেজার ভিশন চিকিৎসায় যোগ করেছে একটি নতুন ধারাঃ
বিশ্ববিখ্যাত জার্মান কোং Carl Zeissএর VisuMax ফেমটোসেকেন্ড লেজার মেশিন হল বিশ্বে প্রথম এবং একমাত্র মেশিন যার সাহায্যে ব্লেডবিহীন, ফ্ল্যাপবিহীন, ব্যথাবিহীন, 3D লেজার প্রযুক্তিতে ReLEx SMILE সার্জারি করা যায়। এই তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক লেজার ভিসন কারেকশন পদ্ধতি তার কারিগরি নৈপুণ্য আর নিখুঁত ফলাফলের জন্য ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সার্জন ও রোগীদের মাঝে ব্যপক সারা জাগিয়েছে এবং একে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে গন্য করা হচ্ছে।সত্যিকার অর্থেই উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন এবং অত্যন্ত দ্রুতগতির
VisuMax সত্যিকার অর্থেই উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন এবং অত্যন্ত দ্রুতগতির ফেমটোসেকেণ্ড লেজার সিস্টেম, যা ৫০০ হার্টজ গতিতে কাজ করে। এটি স্বল্পমাত্রার এনার্জি ব্যায়ে অধিক লেজার পালস ডেলিভারি দিতে সক্ষম। পরিকল্পিত ও নিখুঁতভাবে সমন্বিত অবকাঠামো ও উপাদানসমূহের মাধ্যমে তৈরি এই মেশিনের লেজার কাটিং নৈপুণ্য, নিখুঁত পাওয়ার কারেকশন, স্বনিয়ন্ত্রিত কারগরি ব্যবস্থাপনা কৌশল এবং সর্বোপরি অপারেশন চলাকালীন রোগীর যে আরামদায়ক অনুভুতি এসবের সমন্বয়ের ফলে এটি আধুনিক করনিয়াল সার্জারির জন্য একটি উপযোগী একটি মেশিন।VisuMax এর লক্ষণীয় বিষয়ঃ
ReLEx SMILE:
অত্যাধুনিক ফ্ল্যাপবিহীন সার্জারির জন্য
ReLEx SMILE সার্জারি একমাত্র VisuMax এর মাধ্যমে সম্পাদিত হয় এবং এটি একটি অত্যাধুনিক ফেমটোসেকেণ্ড লেজার সিস্টেম যা পুরো লেজার ভিশন কারেকশনের ধরনটিই পাল্টে দিয়েছে। এই প্রক্রিয়ার কর্নিয়ার উপরিভাগ অক্ষত রেখেই একটি রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল তৈরি করা হয়, যেখানে কোন রকম ফ্ল্যাপ তৈরির দরকার হয় না এবং সেই রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল পরবর্তীতে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে বের করে আনার ফলে পাওয়ার কারেকশন সম্পন্ন হয়। পুরো চিকিৎসা প্রক্রিয়াটিকে তাই ফ্ল্যাপবিহীন, পুরোপুরি ফেমটো এবং সিঙ্গেল স্টেপ সার্জারি বলা হয়।
উচ্চমানের ZEISS প্রযুক্তি প্রয়োগ করার ফলে, এটি জটিল ও সুক্ষাতিসুক্ষ পাওয়ার কারেকশনেরক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য।
অত্যাধুনিক ফ্ল্যাপবিহীন সার্জারির জন্য
ReLEx SMILE সার্জারি একমাত্র VisuMax এর মাধ্যমে সম্পাদিত হয় এবং এটি একটি অত্যাধুনিক ফেমটোসেকেণ্ড লেজার সিস্টেম যা পুরো লেজার ভিশন কারেকশনের ধরনটিই পাল্টে দিয়েছে। এই প্রক্রিয়ার কর্নিয়ার উপরিভাগ অক্ষত রেখেই একটি রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল তৈরি করা হয়, যেখানে কোন রকম ফ্ল্যাপ তৈরির দরকার হয় না এবং সেই রিফ্র্যাক্টিভ লেন্টিকিউল পরবর্তীতে ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে বের করে আনার ফলে পাওয়ার কারেকশন সম্পন্ন হয়। পুরো চিকিৎসা প্রক্রিয়াটিকে তাই ফ্ল্যাপবিহীন, পুরোপুরি ফেমটো এবং সিঙ্গেল স্টেপ সার্জারি বলা হয়।
উচ্চমানের ZEISS প্রযুক্তি প্রয়োগ করার ফলে, এটি জটিল ও সুক্ষাতিসুক্ষ পাওয়ার কারেকশনেরক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য।
ফেমটো-ফ্ল্যাপ
ফেমটো-ল্যাসিকেরক্ষেত্রে VisuMax পূর্বপরিকল্পিত পরিমাপ অনুযায়ী অত্যন্ত সূক্ষ পুরুত্বের ফ্ল্যাপ তৈরি করতে সক্ষম।
• VisuMax অত্যন্ত সূক্ষ পুরুত্বের ফ্ল্যাপ তৈরি করে বিধায় একজন সার্জন খুব সহজেই তা সড়াতে ও পুনরায় প্রতিস্থাপন করে পারেন যাতে কর্নিয়ায় কোনধরনের সমস্যার কোন সম্ভাবনাই থাকে না।
• VisuMax লেজারের বক্রশেপের কর্নিয়াল ইন্টারফেসে স্বল্পমাত্রার সাকশন প্রয়োজন হয় যা রোগীর জন্য আরামদায়ক ও স্বাচ্ছন্দ নিশ্চিত করে।
ফেমটো-ল্যাসিকেরক্ষেত্রে VisuMax পূর্বপরিকল্পিত পরিমাপ অনুযায়ী অত্যন্ত সূক্ষ পুরুত্বের ফ্ল্যাপ তৈরি করতে সক্ষম।
• VisuMax অত্যন্ত সূক্ষ পুরুত্বের ফ্ল্যাপ তৈরি করে বিধায় একজন সার্জন খুব সহজেই তা সড়াতে ও পুনরায় প্রতিস্থাপন করে পারেন যাতে কর্নিয়ায় কোনধরনের সমস্যার কোন সম্ভাবনাই থাকে না।
• VisuMax লেজারের বক্রশেপের কর্নিয়াল ইন্টারফেসে স্বল্পমাত্রার সাকশন প্রয়োজন হয় যা রোগীর জন্য আরামদায়ক ও স্বাচ্ছন্দ নিশ্চিত করে।

সর্বোচ্চ কাটিং দক্ষতা
উচ্চমানের ZEISS অপটিক্সের ব্যবহার স্বল্পমাত্রার এনার্জি ব্যায়ে অধিক লেজার পালস ডেলিভারির সাহয্যে অত্যন্ত সুক্ষ স্থির লক্ষ্যের লেজার ডেলিভারি নিশ্চিত করে থাকে।
অসাধারণ দৃষ্টি নিয়ন্ত্রণ
উচ্চমানের ZEISS সার্জিকাল মাইক্রোস্কোপ সার্জারির প্রতিটি ধাপের সুক্ষ ও পরিপূর্ণ নিয়ন্ত্রন নিশ্চিত করে। এই মেশিনে একটি অত্যাধুনিক ডিজিটাল ভিডিও ক্যামেরা সংযুক্ত রয়েছে যাতে সার্জারির প্রতিটি স্তর সরাসরি রেকর্ড হয়ে থাকে।
সংবেদনশীল ও সহজ পরচালনা পদ্ধতি
VisuMaxএর অত্যন্ত সংবেদনশীল টাচস্ক্রিন ও সফটওয়্যারের সহজ পরিচালনা পদ্ধতি একজন সার্জনকে নিশ্চিন্তে ও নির্বিঘ্নে সার্জারি সম্পন্ন করতে সাহায্য করে।তাৎক্ষণিক পুনঃনিশ্চিতকরণ
এই অত্যাধুনিক মেশিনের সাথে সংযুক্ত স্লীট-ল্যাম্পের সাহায্যে সার্জন তাৎক্ষণিকভাবে অতি সহজে চিকিৎসা পরবর্তী পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে পারেন যার জন্য রোগীকে অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হয় না।

দক্ষতা, যা সুফল বয়ে আনে
VisuMaxএর ৫০০ হার্টজ পালস রেট পুরো চিকিৎসা প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করার যে দক্ষতা তা সার্জন এবং রোগী উভয়ের জন্যই যথেষ্ট আরামদায়ক।
অত্যাধুনিক কর্নিয়াল ইন্টারফেস বা ট্রিটমেন্ট প্যাক
কর্নিয়াল ইন্টারফেস বা ট্রিটমেন্ট প্যাক সার্জারির প্রাথমিক পর্বের জন্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা কর্নিয়ার আকারের আদলে তৈরিকৃত।- কর্নিয়ার সাথে মানানসই ট্রিটমেন্ট প্যাক অত্যন্ত জোড়ালভাবে কর্নিয়ার সাথে মিশে যায় বিধায় লেজার চলাকালীন চোখের যে কোন নড়াচড়া থাকে কঠোরভাবে নিয়ন্ত্রিত।
- নির্ধারিতস্থানে লেজার প্রয়োগ নিশ্চিত করে।
- সাকশনের সময় স্বল্পচাপ অনুভূত হয়
- শুধুমাত্র লেজার প্রক্রিয়া চলাকালীনই সাকশন প্রয়োগ করা হয়
- কর্নিয়ার ওপর ট্রিটমেন্ট প্যাক স্থাপনের পুরো প্রক্রিয়া এক ধাপে শেষ হয়
- সাকশন প্রক্রিয়াটি পুরোপুরি মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রিত
- সাকশনের সময় চোখের প্রেশার থাকে সহনীয় মাত্রায়
- সাকশনের সময় দৃষ্টি হারানোর সম্ভাবনা নেই
- অত্যন্ত রোগী বান্ধব ও আরামদায়ক
- সার্জারির পূর্বে মেশিন প্রতিটি ট্রিটমেন্ট প্যাক সয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে থাকে
- স্বনিয়ন্ত্রিতভাবে একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুকে ঘিরে লেজার পরিচালিত হয়ে থাকে
- এই ট্রিটমেন্ট প্যাকের সাহায্যে ফেমটো ফ্ল্যাপ ও SMILE সার্জারি করা হয়।

উচ্চ স্পন্দন পুনরাবৃত্তি হার –
- কম সময়ে ট্রিটমেন্ট সম্পন্ন হয়
- সহজে ফ্ল্যাপ লিফট করা বা টিস্যু আলাদা করা যায়
- বর্ধিত থ্রিডি আকার করা হয়
- সুবিধাজনক জয়স্টিক অবস্থান
দৃঢ় ও কমনীয় লেজার শক্তি-
- সর্বোচ্চ মানের লেজার কাটিং
- কোন বিরূপ প্রতিক্রিয়া নেই
নির্ভুল ফোকাস/ ছোট স্পট সাইজ-
- সঠিক পরিমাপের লেজার কাট
- Flaps এবং FLEx এর জন্য ফ্ল্যাপ কাটে সহায়ক
- সুবিধাজনক জয়স্টিক অবস্থান
রোগী বান্ধন লেজার বেড – যা নিশ্চিত করে সর্বোত্তম কাজের ধারা।
VisuMaxএর রোগীবান্ধব বেডের ব্যবহার VisuMax এবং MEL-90 প্ল্যাটফর্মে খুব দ্রুত ও সহজে কাজ করার জন্য একটি আদর্শ বেড যার ফলে সার্জারি চলাকালীন সময় নষ্ট হবার সম্ভাবনা আর চিকিৎসার ঝুঁকি দুটোই কমে যায়। রোগী সার্জারির পরিপূর্ণ সুফল পান একটি সামগ্রিক সফল প্রক্রিয়ার মাধ্যমে।


